এমপিওভুক্তির ৬ মাস না হলেও ইনক্রিমেন্ট পাবেন মাদ্রাসা শিক্ষকরা

ক্লাস নিচ্ছেন শিক্ষক
ক্লাস নিচ্ছেন শিক্ষক  © ফাইল ফটো

বেসরকারি মাদ্রাসা শিক্ষকদের এমপিওভুক্তির মেয়াদ ছয় মাস পূর্ণ না হলেও ইনক্রিমেন্ট পাবেন। ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য চাকরির মেয়াদ ছয় মাস পূর্ণ হওয়ার বাধ্যবাধকতা তুলে নিয়েছে মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৮ মার্চ) কারিগরি ও মাদ্রাসিা শিক্ষা বিভাগের মাদ্রাসা-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব হাছিনা আক্তার।

নির্দেশনায় বলা হয়েছে, বেসরকারি মাদ্রাসার জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) মোতাবেক ইনডেক্সধারী অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তির যথাযথভাবে নতুন সমপদে বা উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে জাতীয় পে স্কেল অনুযায়ী ইনক্রিমেন্ট প্রাপ্তির জন্য এমপিওভুক্তির মেয়াদ ছয় মাস পূর্ণ হওয়ার প্রয়োজন নেই। 

এর আগে ২০২২ সালে বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের ইনক্রিমেন্টের ক্ষেত্রেও এমন আদেশ দিয়েছিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। ওই আদেশে স্কুল-কলেজে সমপদে ও উচ্চতর পদে নিয়োগ পাওয়া ইনডেক্সধারী শিক্ষকদের এমপিওভুক্তির ছয় মাস পূর্ণ হওয়ার আগেই ইনক্রিমেন্ট পাওয়ার সুযোগ হয়েছিল।


সর্বশেষ সংবাদ