০৭ জানুয়ারি ২০২৩, ০৮:২৯

স্কুল-কলেজের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নীতিমালা তৈরির উদ্যোগ

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ফটাে

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নীতিমালা করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই নীতিমালার প্রাথমিক নামকরণ করা হয়েছে ‘‘এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা সংক্রান্ত নীতিমালা ২০২৩”।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ মন্ত্রণালয়ে জমা হয়েছে। এসব অভিযোগের কোনোটিতে ম্যানেজিং কমিটির সভাপতির আর্থিক অনিয়মের চিত্র তুলে ধরা হয়েছে। আবার কোনোটিতে প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্কুল-কলেজের ফান্ড ব্যক্তিগত কাজে ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়েছে। 

এসব অভিযোগের প্রেক্ষিতে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নীতিমালা করার উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। নীতিমালার বিষয়ে আলোচনা করতে সভাও ডাকা হয়েছে।

মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী ১০ জানুয়ারি বেলা ৩টায় এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিতে নীতিমালার বিষয়ে আলোচনা করা হবে। এই সভায় নীতিমালার খসড়া তৈরির বিষয়ে আলোচনা করা হবে।  সভায় নীতিমালা প্রস্তুতের জন্য একটি কমিটিও করা হবে। কমিটি খসড়া নীতিমালা প্রণয়ন করবে। সভায় নতুন শিক্ষা সচিব সোলেমান খান সভাপতিত্ব করবেন।

সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ/বিশ্ববিদ্যালয়/কলেজ/মাধ্যমিক-১/মাধ্যমিক-২/পরিকল্পনা/নিরীক্ষা ও আইন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (উন্নয়ন-২), যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক অধিশাখা), উপসচিব (সরকারি মাধ্যমিক-১) এবং উপসচিবকে (বেসরকারি কলেজ-৬ শাখা) উপস্থিত থাকতে বলা হয়েছে।