স্কুল-কলেজের সভাপতি মনোনয়নে মত চেয়েছে মন্ত্রণালয়
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে গভর্নিং বডি'র সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত উপসচিব বা সমমানের কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে একজন সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত ১ম শ্রেণীর কর্মকর্তা-কে মনোনয়ন দেওয়ার বিষয়ে মতামত চেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এ বিষয়ে মতামত দিতে অনুরোধ করা হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে তাদের মতামত দিতে অনুরোধ জানানো হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. মিজানুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২২” প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে। উক্ত প্রবিধানমালায় গভর্নিং বডি'র সভাপতি হিসেবে অবসরপ্রাপ্ত উপসচিব বা সমমানের কর্মকর্তা (৫ম গ্রেডভুক্ত) এবং ‘ম্যানেজিং কমিটি’র সভাপতি হিসেবে একজন সরকারি কর্মকর্তা বা অবসরপ্রাপ্ত ১ম শ্রেণীর কর্মকর্তা-কে মনোনয়ন প্রদান করার বিষয়টি অন্তর্ভুক্ত করা যায় কিনা সে বিষয়ে পত্র প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে মতামত প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’