শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত শ্রেণি শাখা চালু নিয়ে সভা মঙ্গলবার
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত শ্রেণি শাখা অথবা বিভাগ চালুর বিষয়ে মতামত নিতে সভা ডাকা হয়েছে। আগামী মঙ্গলবার (২৯ নভেম্বর) এই সভা অনুষ্ঠিত হবে।
রোববার (২১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘বেসরকারি নিম্ন মাধ্যমিক/ মাধ্যমিক/ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষ/প্রতিষ্ঠানের অতিরিক্ত শ্রেণি শাখা খোলা/ বিষয় খোলা/বিভাগ খোলা সংক্রান্ত প্রক্রিয়াকরণের বিষয়ে বেসরকারি নিম্ন মাধ্যমিক/ মাধ্যমিক/ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি/একাডেমিক স্বীকৃতি/ অতিরিক্ত শ্রেণি শাখা খোলা/ বিষয় খোলা/ বিভাগ খোলা সংক্রান্ত কমিটির সভা আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে।’’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইজ) কার্যালয়ে বেলা ১২টায় এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) আ ন ম আল ফিরোজ। সভায় সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হলো।