০৮ নভেম্বর ২০২২, ১৮:১৬
চাকরি স্থায়ী হলো ১০ শিক্ষা ক্যাডার কর্মকর্তার
বিভিন্ন বিসিএসে সুপারিশপ্রাপ্ত শিক্ষা ক্যাডারের ১০ কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে। চাকরি স্থায়ী হওয়া কর্মকর্তারা দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে কর্মরত রয়েছেন।
মঙ্গলবার (৮ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন সরকারি কলেজ-১ অধিশখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা ১৯৮১ এর বিধি-৭ ও বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) কম্পোজিশন অ্যান্ড ক্যাডার বিধিমালা ১৯৮০ এর বিধি-৮ অনুযায়ী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের নিম্নবর্ণিত ১০ কর্মকর্তার চাকরি তাদের যোগদানের তারিখ থেকে স্থায়ীকরণ করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে।