সিত্রাংয়ে ক্ষতিগ্রস্থ শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য জানতে চায় সরকার
ঘুর্ণিঝড় সিত্রাংয়ে প্রভাবে যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলোর তথ্য জানতে চায় সরকার। আগামীকাল বৃহস্পতিবারের (২৮ অক্টোবর) মধ্যে তথ্য জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছেন মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন।
নির্দেশনায় বলা হয়েছে, ‘‘ঘূর্ণিঝড় সিত্রাং এর কারণে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল এবং খুলনা অঞ্চলের অনেক শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হয়েছে। এমতাবস্থায় ক্ষতিগ্রস্থ শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য গুগল ফর্মের মাধ্যমে আগামী ২৭ অক্টোবরের মধ্যে উল্লিখিত অঞ্চলের আঞ্চলিক পরিচালকগণ কলেজের (সরকারি/বেসরকারি) তথ্য এবং উপজেলা/ থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাগণ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের (সরকারি/বেসরকারি) তথ্য প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’
নির্দেশনায় আরও বলা হয়, এই তথ্য গুগল ফরমের মাধ্যমে দিতে হবে। এজন্য একটি লিংক সংযুক্ত করে দেওয়া হয়েছে। লিংকে ক্লিক করে তথ্য পূরণ করে তা আবার সাবমিট করতে হবে। সংশ্লিষ্ট সকল তথ্য ইংরেজিতে দিতে হবে।
গুগল ফর্মের লিংক: https://forms.gle/4cGgrExW1irx720x5