ফের অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান হলেন অধ্যাপক মেসবাহউদ্দিন
পুনরায় বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান হলেন অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ। বুধবার (২১ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে চার বছরের জন্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালকের দায়িত্বে ছিলেন।
বর্তমানে তিনি পদার্থবিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি হিসেবে দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ অ্যাকাডেমি অফ সাইন্সেস এর একজন ফেলো হিসেবে আছেন।
আরও পড়ুনঃ প্রশ্নফাঁস হওয়ায় দিনাজপুর বোর্ডের এসএসসির চার পরীক্ষা স্থগিত
উল্লেখ্য বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি) একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা যা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং একাডেমিক প্রোগ্রাম প্রদানকারী সত্তাদের স্বীকৃতি প্রদান এবং মান নিশ্চিতকরণের দায়িত্ব পালন করে। কাউন্সিলটি 'বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭'-এর অধীনে প্রতিষ্ঠা করা হয়। ২০১৮ সালের আগস্টে অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ কাউন্সিলের প্রথম চেয়ারম্যান নিযুক্ত হন।