এইচএসসি পরীক্ষা বাতিল করায় অভিভাবকদের অভিনন্দন

  © লোগো

বৈশ্বিক করোনা মহামারির কারণে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করায় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অভিভাবকদের সংগঠন ‘অভিভাবক ঐক্য ফোরাম’।

আজ বুধবার এক বিবৃতিতে ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু শিক্ষামন্ত্রীর ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বলেন, আমাদের প্রাণপ্রিয় সন্তানদের জীবনের নিরাপত্তার জন্য এর চেয়ে ভালো কোন সিদ্ধান্ত হতে পারে না।

তিনি বিবৃতিতে বৈশ্বিক মহামারি করোনা ভ্যাকসিন বাজারে আসা পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান না খোলা ও পরীক্ষা বন্ধ রাখার দাবি জানান এবং শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে কোন ধরনের চার্জ ও টিউশন ফি আদায় করা বন্ধ রাখার ও দাবি জানান।

করোনাকালে স্কুল ও কলেজগুলোর সব ধরনের শিক্ষা বাণিজ্য বন্ধ করার জন্য সরকারকে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহবানও জানান তিনি।


সর্বশেষ সংবাদ