রামকৃষ্ণ মিশন স্কুলে তিন মাসের বেতন মওকুফ

রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়
রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়  © ফাইল ফটো

নভেল করোনা ভাইরাস সংক্রমণের বিষয়টি বিবেচনায় নিয়ে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের তিন মাসের টিউশন ফি মওকুফ করেছে ঢাকা রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। এমন মহৎ উদ্যোগ গ্রহণের জন্য স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় প্রকাশ সরকার এ বিষযটি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে রামকৃষ্ণ মিশন ঢাকার সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ বলেন, করোনা ভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে আমরা চিন্তিত। স্কুলের অধিকাংশ শিক্ষার্থী সমাজের সুবিধা বঞ্চিত শ্রেণির অন্তর্ভুক্ত। অনেক অভিভাবক চাকরি হারিয়েছেন, জীবিকা নির্বাহের ন্যূনতম বেতন না পেয়ে আর্থিকভাবে অস্বচ্ছল জীবনযাপন করছেন। এর কারণে বিদ্যালয়ের মাসিক টিউশন ফি বহন করা অনেক অভিভাবকের পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

তিনি আরো জানান, করোনা ভাইরাসের চলমান পরিস্থিতিতে অভিভাবকদের আর্থিক সংকটে কিছুটা স্বস্তি দিতে রামকৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামী তিন মাসের সম্পূর্ণ টিউশন ফি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে।

 


সর্বশেষ সংবাদ