বাড়িতে ক্লাস নিয়ে ১০ হাজার টাকা জরিমানা গুনলেন স্কুল শিক্ষিকা

  © সংগৃহীত

করোনাকালীন সময়ে সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান করার দায়ে বগুড়ার শাজাহানপুরে এক শিক্ষিকাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। স্থানীয় ব্র্যাক স্কুলের শিক্ষিকা লাইলী খাতুনকে (৩৮) এ জরিমানা করা হয়।

আজ রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক খান ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানাদেশ দেন। এ সময় উপজেলা শিক্ষা অফিসার কামরুল হাসান প্রসিকিউশন কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক খান জানান, করোনাকালীন সরকারি নির্দেশনা অমান্য করে উপজেলার আড়িয়া ইউনিয়নের সোনাইদিঘী মধ্যপাড়ায় নিজ বাড়িতে ব্র্যাক শিশু নিকেতনের শিক্ষার্থীদের পাঠদানের খবর আসে। রবিবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে ব্র্যাক শিশু নিকেতনের লাইলী খাতুনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি পরবর্তীতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ