২০ সেপ্টেম্বরের মধ্যে কওমির দাওরা হাদিস পরীক্ষা শুরু
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ আগস্ট ২০২০, ১২:৫৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২০, ০২:১৩ PM
আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে কওমি মাদরাসায় দাওরা হাদিস পর্যায়ের পরীক্ষা শুরু হবে। কওমি মাদরাসার বড় বোর্ড বেফাক এ সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য স্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন, করোনা সংক্রমণ রোধে পরীক্ষার হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে।
করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও কেবল দাওরায়ে হাদিস (মাস্টার্স) শিক্ষার্থীদের পরীক্ষা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছিল কওমি মাদ্রাসাগুলো। এর পরিপ্রেক্ষিতে কওমির দাওরা হাদিস লেভেলের পরীক্ষা নেয়ার অনুমতি দেয় সরকার।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর মহাপরিচালক যুবায়ের আহমাদ চৌধুরী বলেন, আগামী ২০ সপ্টেম্বরের মধ্যেই মাস্টার্সের পরীক্ষা শুরু হবে। অন্য পরীক্ষাগুলো না নিয়ে আগের রেজাল্টের উপর পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করে দেওয়া হবে।
গত ১২ জুলাই থেকে শিক্ষা কার্যক্রম শুরু করেছে কওমী মাদরাসাগুলো। যদিও অন্য ধারার সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।