খুলনায় নির্দেশ অমান্য করে কোচিং চালানোয় জরিমানা
দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার। তবে সরকারি সিদ্ধান্ত উপেক্ষা করে খুলনায় কিছু প্রতিষ্ঠানে চলছে পাঠদান, খোলা রয়েছে কোচিং সেন্টারও।
এমন খবর পেয়ে মহানগরীর সাউথ সেন্ট্রাল রোড, আহসান আহমেদ রোড, পিটিআই মোড়, বয়রা সহ কয়েকটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১৮ মার্চ) বিকেলে অভিযানে সরকারি নির্দেশ অমান্য করে খুলনার কিছু কোচিং সেন্টার খোলা পাওয়া যায়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও মো. রাশেদুল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশনা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি নির্দেশ অমান্য করায় ও নিবন্ধন না থাকায় শহরের সপ্তর্ষী বিদ্যাপীঠ ও ইন্টার এইড কোচিংকে আর্থিক দণ্ড দেওয়া হয়।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোচিং খোলা রাখবে না এই শর্ত জুড়ে দেওয়া হয়েছে। অভিযানে জেলার আনসার ব্যাটালিয়ন সদস্যরা অংশ নেয়।