২১ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৪

শেখ ফজিলাতুন্নেছা কলেজে মাতৃভাষা দিবস পালিত

  © টিডিসি ফটো

মায়ের ভাষা বাংলায় কথা বলার জন্য জীবন বিলিয়ে দেওয়া শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরে সুরে মানুষ শহীদ মিনারে সমবেত হয়। এ উপলক্ষে রাজধানীর মিরপুরে অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে কলেজের অধ্যক্ষ মনজু মনোয়ারার নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

এ সময় শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীদের অংশ গ্রহণে র‌্যালি টি মিরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজের শহিদ মিনারে শিক্ষক কর্মচারী শিক্ষার্থীদের পক্ষে ৫২’র শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকমণ্ডলী ও বিপুল সংখ্যক শিক্ষার্থী।