১৮ জানুয়ারি ২০২০, ১৪:৫৩
নোয়াখালী জিলা স্কুলে প্রাক্তন ছাত্রদের মিলন মেলা
‘আলোর স্রোতে প্রাণের মেলা’ স্লোগানে নোয়াখালী জিলা স্কুলের প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে দিনব্যাপী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে প্রাক্তন ছাত্ররা তাদের শৈশবে স্মৃতিচারণ করেন।
নোয়াখালী সদরের স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মিলন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে জিলা স্কুল থেকে এক বণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি জেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় স্কুলে গিয়ে শেষ হয়। বিকেলে মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮৫০ সালে নোয়াখালী জিলা স্কুল প্রতিষ্ঠা হয়। এটি বৃহত্তর নোয়াখালী শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে এখনো সুনাম ধরে রেখেছে।