এমপিওভুক্ত হলেন স্কুল-কলেজের ৮৯৬ শিক্ষক-কর্মচারী

  © ফাইল ফটো

স্কুল-কলেজের ৮৯৬ শিক্ষক ও কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। আজ রোববার (২৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. মো: গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

চলতি নভেম্বর মাস থেকে তাঁদের এমপিও কার্যকর হবে বলে জানা গেছে। এক হাজার ১৯২ ভুল সংশোধন রয়েছে। পাশাপাশি বদলি ৩০০, পদোন্নতি ১৮২ এবং ৫৪ জনকে বকেয়া দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, অধিদপ্তরের দুই পরিচালক, ৯ জন আঞ্চলিক উপপরিচালকসহ প্রায় ৩৫ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কমিটির একাধিক সদস্য গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন।

নতুন এমপিওভুক্তদের মধ্যে ঢাকার ২০৯ জন, বরিশালের ৫০ জন, চট্টগ্রামের ৭১ জন, কুমিল্লা ৫৩ জন,  খুলনায় ৯৮ জন, রাজশাহীতে ৮৭ জন, রংপুরে ১৮৯ জন ময়মনসিংহে ৯৫ জন এবং সিলেটে ৩৭ জন রয়েছে।

নতুন এমপিওর আওতায় আসা সবাই বিভিন্ন সময়ে  অনলাইনে আবেদন করেছিলেন। এছাড়াও অফলাইনে আবেদনকারীদের মধ্যে সাত জনকে এমপিওভুক্তির সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় উচ্চতর গ্রেড নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ