২৭ অক্টোবর ২০১৯, ১৪:২৫

এমপিও বিতর্ক: আজ গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন শিক্ষামন্ত্রী

  © ফাইল ফটো

২৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ঘোষণার পর নানা ‘অসঙ্গতি’ দেখা দেওয়ায় সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। আজ রোববার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় বিভিন্ন প্রশ্নের বিষয়ে গণমাধ্যমের সাংবাদিকদের শিক্ষামন্ত্রী ব্রিফ করবেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এমএ খায়ের জানিয়েছেন, নীলক্ষেতে ব্যানবেইসে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৩ অক্টোবর গণভবনে ২৭৩০টি প্রতিষ্ঠানের এমপিওভুক্তির তালিকা প্রকাশ করেন। ২০১৯-২০ অর্থবছর থেকেই এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা সরকারি বেতন-ভাতার অংশ প্রাপ্য হওয়ার কথা রয়েছে।  অভিযোগ রয়েছে, অযোগ্য প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে।

যদিও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে, কম্পিউটারাইজড পদ্ধতিতে সফটওয়্যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান তালিকা থেকে সব শর্তপূরণ করা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হয়েছে।

সর্বশেষ ২০১০ সালে ৬২৪টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে সরকার। দীর্ঘদিন এমপিওভুক্তি বন্ধ থাকায় এবার বেশি সংখ্যক প্রতিষ্ঠান এমপিও করা হলো। তবে প্রতিষ্ঠানের অবকাঠামো না থাকা, জামায়াত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন অযোগ্য প্রতিষ্ঠান তালিকায় স্থান পাওয়ায় ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে।