বিনামূল্যে বই বিতরণ ইস্যুতে মাদ্রাসা বোর্ডের জরুরি নির্দেশনা
২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হাতে নতুন বই দ্রুত সময়ের মধ্যে তুলে দিতে দেশের সব মাদ্রাসা প্রধানকে জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। বুধবার (১০ ডিসেম্বর) বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্তএকটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের যথাসময়ে মানসম্মত পাঠ্যপুস্তক পৌঁছে দেয়ার লক্ষ্যে এবং পাঠ্যপুস্তক গ্রহণ ও বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের স্বার্থে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে জেলা, উপজেলা, থানা শিক্ষা অফিসারদের চিঠি পাঠানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, চিঠিতে দেয়া নির্দেশনার আলোকে জেলা, উপজেলা, থানা শিক্ষা অফিসার থেকে স্পেসিফিকেশন অনুযায়ী পাঠ্যপুস্তক বুঝে নিয়ে দ্রুততম সময়ের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য সব মাদরাসা প্রধানকে নির্দেশ করা হয়েছে।