২২ মে ২০২৫, ১৮:৪১

অধ্যক্ষের পদত্যাগের দাবিতে ঢাকা মহিলা পলিটেকনিক ছাত্রীদের বিক্ষোভ  

ঢাকা মহিলা পলিটেকনিক ছাত্রীদের বিক্ষোভ    © সংগৃহীত

নন-টেকনিক্যাল (নন-টেক) ব্যাকগ্রাউন্ডের অধ্যক্ষের পদত্যাগ ও টেকনিক্যাল প্রিন্সিপাল নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (২২ মে) দুপুর থেকে ইনস্টিটিউটে জড়ো হতে শুরু করেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, একজন নন-টেক প্রিন্সিপাল টেকনিক্যাল শিক্ষার মৌলিক চাহিদা, পাঠদান প্রক্রিয়া ও বিভাগের কার্যক্রম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখেন না। ফলে সিদ্ধান্ত গ্রহণে দুর্বলতা, প্রশাসনিক জটিলতা এবং শিক্ষার মান অবনতি ঘটছে।

এর আগে, গত রবিবার (১৮ মে) রাজধানীর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ‘ক্র্যাফট ইনস্ট্রাক্টরদের’ নিয়ে করা রিট বাতিলের দাবিতে হাইকোর্টের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। 

প্রসঙ্গত, ৬ দফা পূরণে দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে আসা পলিটেকনিকের শিক্ষার্থীরা গত ১৬ এপ্রিল থেকে রাস্তায় আন্দোলনে নামেন। সপ্তাহখানেক এই কর্মসূচি চালানোর পর শিক্ষা মন্ত্রণালয় তাদের দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে কমিটি গঠন করে।

এরপর তারা আন্দোলন স্থগিত করেন।তবে পরদিনই সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।৭ মে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর শাটডাউন কর্মসূচি শিথিল করে ক্লাশ চালানোর সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীরা ফরম পূরণ ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন।