৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার খবরটি ভুয়া

ফেসবুক পোস্ট
ফেসবুক পোস্ট  © স্ক্রিনশট

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া নামক একটি ফেসবুক পেজে আজ বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, ‘সেপ্টেম্বরের ৫ তারিখেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান: শিক্ষামন্ত্রণালয়।

সাধারণ জ্ঞান এবং বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য’ নামক ফেসবুক গ্রুপে ‘মোস্তাফিজুর সজিব’ নামক একটি একাউন্ট দিয়ে এক পোস্টে বলা হয়, ‘সেপ্টেম্বরের ৫ তারিখেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। -শিক্ষা মন্ত্রণালয়।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নামের পেজটির ওই পোস্টে দেড় হাজারের বেশি রিয়্যাক্ট, দুই শতাধিক মন্তব্য এবং ৩৪ বার শেয়ার হয়েছে। পেজটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দ্বারা পরিচালিত নয়। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ চালিত ফেসবুক পেজটি দেখুন এই লিঙ্কে

দ্যা ডেইলি ক্যাম্পাস ফ্যাক্টচেকের অনুসন্ধানে দেখা গেছে, খবরটি ভুয়া। দেশের সরকার এখনও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ জানায়নি। তবে সেপ্টেম্বর মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। নির্দিষ্ট কোনো দিন তারিখ উল্লেখ করেননি তিনি।

গতকাল বুধবার (১১ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সামনে শিক্ষামন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালসহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সার্বিক প্রস্তুতি নিয়ে কাজ করছে সরকার। আগামী সেপ্টেম্বরেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে। তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত স্কুল-কলেজ খুলছে না।’

এ ছাড়া গত সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানানা মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তবে শিক্ষার্থীদের টিকার আওতায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ইঙ্গিত দেন তিনি।

এ ছাড়া দেশের মূলধারার সংবাদমাধ্যমে আজ বৃহস্পতিবার আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তা ছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটভেরিফায়েড ফেসবুক পেজেও এমন কোনো তথ্য শেয়ার করা হয়নি।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দফায় দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে সর্বশেষ তা ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।


সর্বশেষ সংবাদ