২০১৮ সালে তারেক রহমান ও ঢাবি প্রো-ভিসির কথোপকথন জুলাই আন্দোলনের দিকনির্দেশনা বলে প্রচার
- টিডিসি ফ্যাক্টচেক ডেস্ক
- প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ PM , আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫, ০৪:৫৪ PM

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সক্রিয় সমর্থন দেয়ার অনুরোধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল।
সেখানে তারেক রহমান ঢাবির বিএনপিপন্থী শিক্ষক ও বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আন্দোলন নিয়ে দিকনির্দেশনা দিতে শোনা যায়। এর ভিত্তিতে সেসময় বিভিন্ন সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। এরকম কিছু সংবাদ দেখুন এখানে, এখানে এবং এখানে।
তবে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর থেকে ৭ বছর আগের সেই ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজে ২০২৪ সালের জুলাই আন্দোলনের দিকনির্দেশনা বলে প্রচার করা হচ্ছে। দুপুরের দিকে ফেস দ্যা পিপল নামে একটি পেজ থেকে ভিডিওটি আপলোড করে বলা হয়, ‘‘তারেক রহমান ও ঢাবি প্রো-ভিসির কথোপকথন ফাঁস: জুলাই আন্দোলনের দিকনির্দেশনা।’’ এরপর কেন্দ্রীয় ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজেও ভিডিটিও আপলোড করে বলা হয়, ‘‘তারেক রহমান ও ঢাবি প্রো-ভিসির কথোপকথন ফাঁস: কি ছিল জুলাই আন্দোলনের দিকনির্দেশনা?’’
ফাঁস হওয়া অডিওতে শোনা যায়, তারেক রহমান বলেন,‘ ‘এই যে ছেলেপেলেরা কোটা সংস্কার বা বাতিলের দাবিতে আন্দোলন করছে, সাদা দলের পক্ষ থেকে কিছু অর্গানাইজ করলে ভালো হয়। ঢাবির অধিকাংশ মেধাবী শিক্ষার্থী ও সাধারণ মানুষ এই দাবির পক্ষে রয়েছে। আওয়ামী লীগ গত কয়েক বছরে যেভাবে নষ্ট করেছে, এই দাবিটা আমার মতে ন্যায্য।’’
এর জবাবে প্রো-ভিসি বলেন, ‘‘আমার ব্যক্তিগত ধারণা, এই দাবির পক্ষে সাপোর্ট দেওয়া উচিত। অর্গানাইজ করার প্রয়োজন ছিল, কিন্তু বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি। তবে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এটি অর্গানাইজ করার সময় এসেছে।’’