৮ অক্টোবর থেকে এইচএসসি পরীক্ষা শুরু— সংবাদটি সঠিক নয়
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ জুন ২০২২, ১০:৩৫ AM , আপডেট: ২৯ জুন ২০২২, ১১:১৪ AM
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৯ জুন থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও শেষ মুহুর্তে এসে তা স্থগিত করে সরকার। বন্যা প্রাদুর্ভাব চলে গেলে এ পরীক্ষা নেওয়া হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এদিকে, আগামী ২২ আগস্ট থেকে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়াতে উচ্চমাধ্যমিকের এ পরীক্ষাও পিছিয়ে দেওয়ার চিন্তা-ভবনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি।
তবে এখনও সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী জুলাইয়ের শুরুর দিকে এ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে এ নিয়ে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিতে পারে সংশ্লিষ্ট। আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি বলছে, তারা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করে। পরে মন্ত্রণালয় থেকে সেটি চূন্তাভাবে অনুমোদন দিয়ে দেয়।
এদিকে, গতকাল মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘এইচএসসি পরীক্ষা আগামী ৮ অক্টোবর থেকে শুরু হবে’ বলে গুজব ছড়িয়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি একটি গুজব। এ তথ্যের কোন ভিত্তি নেই। এইচএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন নিয়ে কোন সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলে জানায় তারা।
জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ ইউনুস দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আগামী ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছিল শিক্ষা মন্ত্রণালয়। যেহেতু বন্যার কারণে এসএসসি পরীক্ষা স্থগিত রয়েছে তাই এইচএসসি পরীক্ষা সম্ভাব্য তারিখে হবে নাকি হবে না সে বিষয়ে এখনও আন্ত:শিক্ষা বোর্ড কোন সিদ্ধান্ত নেয়নি। তাই ৮ অক্টোবর থেকে এইচএসসি পরীক্ষার শুরু হওয়ার বিষয়টি সম্পূর্ণ গুজব।
তিনি আরও বলেন, আন্ত:শিক্ষা বোর্ড কোন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনা। তারা মন্ত্রণালয়কে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় এবং মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত চূড়ান্ত হলে ওয়েবসাইটের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হয়। আগামী ৩ জুলাই একটি সভা হওয়ার কথা সেখানে এইচএসসি পরীক্ষা নিয়ে আলোচনা হতে পারে।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে ‘পলাশ মাহমুদ’ নামে ফেসবুকের একটি পেজ থেকে বলা হয়, “অক্টোবর-এর ৮ তারিখ শুরু হবে এইচএসসি ২০২২ পরীক্ষা।”
তাছাড়া ‘শিক্ষাবার্তা’ নামে একটি পেজ থেকে আজ বুধবার বলা হয়, “অক্টোবর-এর ৮ তারিখ থেকে শুরু হবে এইচএসসি ২০২২ পরীক্ষা। সূত্র: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর।”
এরপর থেকে একাধিক গ্রুপ-পেজে তথ্যটি ছড়িয়ে পড়ে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে অনেক পরীক্ষার্থী ও তাদের অভিভাবক দ্যা ডেইলি ক্যাম্পাসের কাছে এর সত্যতা জানতে চায়।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বলেন, এ ধরণের কোন সিদ্ধান্ত হয়নি। বিষয়টি পুরোপুরি মিথ্যা। অনেকে ফেসবুকে এসব ভুল তথ্য প্রচার করে আর্থিকভাবে লাভবান হয়, তাই এমনটাই করে থাকেন বলে মনে করেন তিনি।