এসএসসি পরীক্ষার প্রশ্ন সব জেলায় পাঠানো শেষ

পরীক্ষার্থী
পরীক্ষার্থী   © ফাইল ফটো

আগামী ১৯ জুন থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। ইতোমধ্যে পরীক্ষার প্রশ্নপত্র সব জেলায় পাঠানোর কাজ শেষ হয়েছে। শিগগিরই পরীক্ষার উত্তরপত্র সরবারাহের কাজ শুরু হবে।

বৃহস্পতিবার (৫ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর তপন কুমার সরকার।

তিনি বলেন, আমরা এসএসসি পরীক্ষা নিতে পুরোপুরি প্রস্তুত। ইতোমধ্যে জেলাগুলোতে প্রশ্নপত্র পাঠানো হয়েছে। বিজি প্রেসের মাধ্যমে প্রশ্ন ছাপানো হয়েছে। সেগুলো জেলা প্রশাসকের ট্রেজারিতে সংরক্ষণ আছে। শিগগিরই উত্তরপত্র পাঠানো শুরু হবে।

প্রফেসর তপন কুমার সরকার আরও বলেন, পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। আশা করছি স্কুলগুলো পরীক্ষার সিলেবাস শেষ করেছে। প্রতিবারের ন্যায় এবারও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত আগামী ১৯ জুন থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। লিখিত অংশের পরীক্ষা শেষ হবে ৬ জুলাই৷ আর ব্যবহারিক পরীক্ষা ১০ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ