এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ৮ হাজার ২০৭ জন
দেশের ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে ৮ হাজার ২০৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন সকাল ও দুপুরে দুই শিফটে দুই বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত তৃতীয় দিনের পরীক্ষা সংক্রান্ত তালিকা থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যুক্তিবিদ্যা দ্বিতীয় পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ৮৮ হাজার ৮৭২ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৩ হাজার ১২৭ জন। আর বহিষ্কার করা হয়েছে দুই পরীক্ষার্থীকে।
অন্যদিকে বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত হিসাব বিজ্ঞান দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ১৭ হাজার ১৪ জন। এদের মধ্যে অনুপস্থিত ছিলেন ৫ হাজার ৮০ জন। তবে দ্বিতীয় শিফটের পরীক্ষা কাউকে বহিষ্কার করা হয়নি।