এসএসসির ব্যবহারিকের নম্বর বোর্ডে পাঠাতে হবে মঙ্গলবারের মধ্যে

এসএসসি পরীক্ষার্থী
এসএসসি পরীক্ষার্থী  © ফাইল ফটো

চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক নম্বর আগামী মঙ্গলবারের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকায় পাঠাতে বলা হয়েছে। ইমেইলের মাধ্যমে কেন্দ্রগুলোকে এই নম্বর পাঠাতে হবে।

বুধবার (২৪ নভেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ২৮ নভেম্বরের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের ব্যবহারিক খাতা মূল্যায়ন করে সেগুলোর নম্বর কেন্দ্রে পাঠাতে হবে। কেন্দ্র থেকে এই নম্বর নির্দেশনা অনুযায়ী ইনপুট করে ঢাকা শিক্ষা বোর্ডে ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসএসসি পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নের নম্বর পাঠানোর প্রয়োজন নেই। কেবলমাত্র ব্যবহারিক অংশের নম্বর ২৫ ধরে মূল্যায়ন করে তা পাঠাতে হবে।


সর্বশেষ সংবাদ