১৮ জুন ২০২১, ১৪:২৮
এসএসসির সার্টিফিকেট বিতরণ শুরু রোববার
আগামী রবিবার (২০ জুন) থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মূল সার্টিফিকেট বিতরণ শুরু করবে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ২০ জুন থেকে শুরু ৭ জুলাই পর্যন্ত এই কার্যক্রম চলবে।
গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেছে বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক হেলাল উদ্দিন।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ২০ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ঢাকা বোর্ডের ২০২০ সালের এসএসসি পাসকৃত শিক্ষার্থীদের মূল সনদ বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪ নম্বর ভবনের ৬ষ্ঠ তলা থেকে সনদ সংগ্রহ করা যাবে।
এতে আরও বলা হয়েছে, মূল সনদ গ্রহণের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কতজন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তার বিবরণসহ প্রতিষ্ঠান প্রধান ও প্রতিনিধিকে প্রাধিকারপত্র দিয়ে তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িতসহ সনদ গ্রহণ করতে হবে।