৩৭৮ দিন পর খুলছে স্কুল-কলেজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:২৯ PM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৫৯ PM
দীর্ঘ ১ বছর ১৩ দিন পর আগামী ৩০ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) সশরীরে ক্লাস শুরু হবে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির এ তথ্য জানান।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কয়েক ধাপে বাড়ানোর পর সেই ছুটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে ছুটি চলাকালে শিক্ষার্থীদের অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান ছিল।
আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা সপ্তাহে একদিন ক্লাসে আসবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে বাকিদের ক্লাসে নিয়ে আসা হবে। বাকি ক্লাসগুলোর শিক্ষার্থীরা প্রতিদিনই আসবে।
এর আগে এদিন স্কুল-কলেজ খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে ৬ মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী। বৈঠকে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন অংশ নেন।
এর আগে গত সোমবার (২২ ফেব্রুয়ারি) শিক্ষামন্ত্রী জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সব বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে ঈদের পর ২৪ মে থেকে।