ঢাকা শিক্ষাবোর্ড

ভুয়া ই-মেইলে শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য প্রেরণ না করার অনুরােধ

  © ফাইল ফটো

একটি প্রতারক চক্র ভুয়া ই-মেইল এড্রেস তৈরি করে ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নাম ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের তথ্য প্রেরণ করার অনুরােধ করেছে। শিক্ষাবাের্ডের আওতাধীন সকল শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের প্রধান শিক্ষক/অধ্যক্ষকে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষাবাের্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস. এম. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বাের্ড, ঢাকা এর পরীক্ষা নিয়ন্ত্রক এর নাম ব্যবহার করে controllarofexamination@gmail.com ই-মেইল এড্রেস তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের তথ্য প্রেরণ করার অনুরােধ করেছেন।

“controllarofexamination@gmail.com ই-মেইল এড্রেসটি ঢাকা শিক্ষাবোর্ডের নয়। তাই এই ই--মেইলে কোন তথ্য প্রেরণ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরােধ করা হলাে।”

তাছাড়া controllarofexamination@gmail.com ই-মেইল এড্রেস ব্যবহারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।


সর্বশেষ সংবাদ