ভবিষ্যতে অটোপাসের সুযোগ নেই: চেয়ারম্যান

অধ্যাপক নেহাল আহমেদ
অধ্যাপক নেহাল আহমেদ  © ফাইল ফটো

ভবিষ্যতে কোনো বোর্ড পরীক্ষায় অটোপাস দেয়া হবে না। এসএসসি পরীক্ষায় অটোপাসের সুযোগ নেই। সিলেবাস তৈরি হয়ে গেছে। সেটি প্রকাশও করা হয়েছে। এই সিলেবাসের আলোকেই পরীক্ষা নেয়া হবে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা জানান আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শেষ হয়েছে। করোনা পরিস্থিতি একটু ভালো হলেই ক্লাস শুরু করা যাবে। তাই শিক্ষার্থীদের অটোপাসের কথঅ না ভেবে পড়ালেখা করা উচিত।


সর্বশেষ সংবাদ