৩৯৬ জনের জিপিএ-৫ হারানোর কারণ লিখিতভাবে জানাবে শিক্ষাবোর্ড
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৯ AM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২৯ AM
জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও এইচএসসিতে জিপিএ-৫ পায়ননি ৩৯৬ জন শিক্ষার্থী। কেন তারা জিপিএ-৫ পাননি তার ব্যাখ্যা লিখিতভাবে জানাবে শিক্ষাবোর্ডগুলো। তবে এজন্য শিক্ষার্থীদের আবেদন করতে হবে। শিক্ষাবোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বোর্ডের কর্মকর্তারা বলছেন, এইচএসসির ফল প্রকাশের পর থেকেই বোর্ডে শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিড় বেড়ে গেছে। এছাড়াও প্রতিদিন প্রচুর ফোন আসছে বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোতে। সবাই তার সন্তান কেন জিপিএ-৫ বা কাঙ্ক্ষিত ফল পায়নি তার ব্যাখ্যা চাচ্ছেন। বিশেষ করে ৩৯৬ জন শিক্ষার্থী যারা জেএসসি ও এসএসসিতে জিপিএ-৫ পেলেও পায়নি এইচএসসিতে তারা বেশি ফোন করছেন এবং বোর্ডে আসছেন। এরই প্রেক্ষিতে ওই শিক্ষার্থীরা জিপিএ-৫ কেন পায়নি তা লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বোর্ড।
এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নেহাল আহমেদে বলেন, ঢাকা শিক্ষাবোর্ডের মাত্র ৯২ জন শিক্ষার্থীর ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, জিপিএ-৫ বঞ্চিত শিক্ষার্থীরা কেন সর্বোচ্চ গ্রেড পায়নি তা লিখিতভাবে জানাব। সেজন্য প্রত্যেক শিক্ষার্থীকে আবেদন করতে হবে। অন্যান্য গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থীরা লিখিত আবেদন করলে তাদেরও ব্যাখ্যা দেব। এছাড়া ফল রিভিউ করার সুযোগ তো থাকছেই।
শনিবার (৩০ জানুয়ারি) প্রকাশিত এইচএসসির ফলে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাননি এমন ১৭ হাজার ৪৩ জন শিক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ছিল কিন্তু এইচএসসিতে জিপিএ-৫ পাননি ৩৯৬ জন।