আলিমের ফল রিভিউয়ের আবেদন করবেন যেভাবে

আলিম পরীক্ষার্থী
আলিম পরীক্ষার্থী  © ফাইল ফটো

আগামীকাল রবিবার থেকে আলিম পরীক্ষার্থীদের ফল রিভিউয়ের আবেদন শুরু হবে। এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা রিভিউ আবেদন করতে পারবেন।

শনিবার (৩০ জানুয়ারি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেলিটকের মাধ্যমে রিভিউ আবেদন করতে হবে। মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এ জন্য ফোনে ১২৫ টাকার উপর ব্যালেন্স থাকতে হবে।

এসএমএস সেন্ড হলে টেলিটকের পক্ষ থেকে ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাঠানো হবে। এবার মেসেজ অপশনে গিয়ে REV লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে নিজের মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।


সর্বশেষ সংবাদ