এমপিওভুক্ত ২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠান (তালিকাসহ)

  © ফাইল ফটো

দীর্ঘ ৯ বছর পর দুই হাজার ৭৩০টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবনে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে ‍শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত ছিলেন।

সব যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদেরকে এমপিওভুক্ত করা হলো তাদের এই যোগ্যতা ধরে রাখতে হবে।’ এসময় সবাইকে অভিনন্দন জানান তিনি। বিদ্যমান নীতিমালা অনুযায়ী এমপিওভুক্তির জন্য যোগ্য প্রতিষ্ঠানের একটি তালিকা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এমপিওভুক্ত প্রতিষ্ঠানের মধ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-৮ম) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (ষষ্ঠ-১০ম) ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৬৮টি, কলেজ ৯৩টি, ডিগ্রি কলেজ ৫৬টি রয়েছে।

এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর তালিকা-

(১) নিম্মমাধ্যমিক

(২) মাধ্যমিক বিদ্যালয়

(৩)  উচ্চমাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ)

(৪) উচ্চমাধ্যমিক (কলেজ)

(৫) কারিগরি

* কৃষি শিক্ষাপ্রতিষ্ঠান

* এইচএসসি বিএম প্রতিষ্ঠান

* ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠান

(৬) মাদ্রাসা

* দাখিল

* আলিম

* ফাজিল

* কামিল

(৬) স্নাতক (পাস)


সর্বশেষ সংবাদ