২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ—২৩৮টি বাতিল
২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এই বোর্ডের আওতাধীন মোট কেন্দ্রের সংখ্যা ৫০৭টি। যার মধ্যে ৫০০টি দেশে ও ৭টি বিদেশে। এবার প্রশাসনিক কারণে ১৭টি কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিজ্ঞপ্তি সব অধ্যক্ষ ও প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের উদ্দেশে দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন মোট কেন্দ্রের সংখ্যা ৫০৭টি (বিদেশের ৭টি কেন্দ্রসহ)।
প্রশাসনিক কারণে এবার ১৭টি কেন্দ্র এবং ২২১টি ভেন্যু কেন্দ্র বাতিল করা হয়েছে। শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার হাওড় অধ্যুষিত নিকলী ও অষ্টগ্রাম উপজেলায় ৪টি ভেন্যু কেন্দ্র বহাল আছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।