০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩

প্রাইভেট এইচএসসি পরীক্ষার্থীদের নিবন্ধনের নির্দেশনা প্রকাশ 

ঢাকা শিক্ষা বোর্ড  © ফাইল ছবি

আগামী বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণের নিয়মাবলি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড। এসএসসি বা সমমান পরীক্ষা ২০২১ এবং আগের বছরের উত্তীর্ণ শিক্ষার্থীরা প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন। একইসঙ্গে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা ২০২০ বা তার আগের বছরের উত্তীর্ণ শিক্ষার্থীরাও এ সুযোগ পাবেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২১ ডিসেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হবে। এটি চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। প্রাইভেট পরীক্ষার্থীরা যে কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করবে সে কলেজের জন্য নির্ধারিত কেন্দ্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণ করবে। কোনো অবস্থাতেই কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

বিস্তারিত নিয়মাবলি: