২৪ আগস্ট ২০২৫, ১৭:২৮

কলেজে ভর্তির কোটা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

শিক্ষার্থী  © ফাইল ছবি

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়ায় এডুকেশন কোটা (ইকিউ-১ ও ইকিউ-২) ব্যবহারকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। রোববার (২৪ আগস্ট) জারি করা এক চিঠিতে বলা হয়, এই কোটায় মনোনীত শিক্ষার্থীদের ভর্তির সময় সংশ্লিষ্ট দপ্তরের প্রত্যয়নপত্র দাখিল বাধ্যতামূলক।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, বৈধ প্রমাণপত্র জমা দিতে ব্যর্থ হলে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবেন না। যারা যোগ্য নন, অথচ ভুলবশত আবেদন করেছেন, তাদেরকে সংশ্লিষ্ট বোর্ড অফিসে গিয়ে আবেদন বা নিশ্চায়ন বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের নতুন করে আবেদন করার সুযোগ রাখা হয়েছে।

প্রসঙ্গত, ইকিউ-১ মূলত শিক্ষা মন্ত্রণালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে প্রযোজ্য। আর ইকিউ-২: শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ২৮টি নির্ধারিত দপ্তর ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন সরকারি স্কুল, কলেজ, স্কুল-এন্ড-কলেজ ও শিক্ষা অফিসে কর্মরত শিক্ষক-কর্মচারীদের সন্তানেরাও এই কোটার আওতায় আসবেন।

ইকিউ-২ কোটার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান ও সংস্থা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, ব্যানবেইস, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট, এনসিটিবি, নায়েম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, বিএনসিইউ, দেশের সব মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড (ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ), বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড, শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট, কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং নেকটার।