০৮ জুলাই ২০২৫, ০১:২৪

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক সচিব নারায়ণ চন্দ্র সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম শিক্ষা বোর্ড   © সংগৃহীত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালনের সময় নিজের ছেলের এইচএসসি পরীক্ষার ফল জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথকে সাময়িক বরখাস্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার (৭ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়ের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর আগে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণ চন্দ্র। সর্বশেষ তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক পরিচালকের পদে ছিলেন। অভিযোগের প্রেক্ষিতে তাকে এরই মধ্যে ওএসডি (বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘নারায়ণ চন্দ্র নাথ তার ছেলের পরীক্ষার ফলাফল জালিয়াতির মামলায় ১৭ জুন আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেন। সরকারি চাকরি আইন অনুযায়ী ১৭ জুন থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।’

এ প্রসঙ্গে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এ কে এম সামছু উদ্দিন আজাদ বলেন, ‘নারায়ণ চন্দ্র নাথকে সাময়িক বরখাস্তের বিষয়টি জেনেছি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা এখনও শিক্ষাবোর্ডে আসেনি।’