টেস্ট পরীক্ষার নামে এইচএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফি নিলে ব্যবস্থা

এইচএসসি পরীক্ষার্থী
এইচএসসি পরীক্ষার্থী  © ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের কাছ থেকে টেস্ট পরীক্ষার কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে সতর্ক করে দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বাড়তি টাকা নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, টেস্ট পরীক্ষার নামে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া এবং পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেওয়া থেকে বঞ্চিত করাসহ নানাভাবে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ পেয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

আরো পড়ুন: ঢাবিসহ ৫ বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হয়েও ভর্তি অনিশ্চিত আফরিনের

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেস্ট পরীক্ষার নামে পরীক্ষার্থীর কাছ থেকে ফি আদায় করা যাবে না। পরীক্ষার কারণ দেখিয়ে প্রবেশপত্র দেওয়া থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করা যাবে না উল্লেখ করে বোর্ড বলছে, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওপরে অভিযোগ পেলে প্রতিষ্ঠান এবং এর প্রধানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ