উইলস লিটল ফ্লাওয়ারের এক অভিভাবক সদস্যকে প্রত্যাহার
রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের এডহক কমিটি থেকে এক অভিভাবকের সদস্যপদ প্রত্যাহার করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড। প্রত্যাহার হওয়া ওই অভিভাবক সদস্যের নাম মোহাম্মদ নাছির উদ্দিন।
সোমবার (৪ ডিসেম্বর) শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের আদেশক্রমে কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরীর রমনা থানাধীন "উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ” এর এডহক কমিটির অভিভাবক সদস্য মোহাম্মদ নাছির উদ্দিনকে অনিয়ম ও তথ্য গোপন করে বারবার মনোনয়ন প্রদানের বিষয়ে গত ২০ নভেম্বর কারণ দর্শানো নোটিশ দেয়া হয়। পরে জবাব সন্তোষজনক না হওয়ায় ২৩ নভেম্বরের অনুমোদিত এডহক কমিটির ওই পদ প্রত্যাহার করা হলো। ভবিষ্যতে এরূপ ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য সতর্ক করা হলো।
জানা যায়, অভিভাবক সদস্যপদ থেকে প্রত্যাহার হওয়া মোহাম্মদ নাছির উদ্দিনের ছেলে সাকিব মুনতাসির পড়ে ব্রিটিশ কারিকুলাম অনুযায়ী পরিচালিত এক ইংলিশ মিডিয়ামে স্কুলে। কিন্তু সে জাতীয় কারিকুলাম অনুযায়ী পড়ছে দেখিয়ে টানা চারবার রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির অভিভাবক সদস্য হয়েছেন বাবা মোহাম্মদ নাছির উদ্দিন।
তথ্য গোপন করে বারবার এডহক কমিটিতে থাকার বিষয়টি নজরে আসলে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। পরে নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এই প্রত্যাহার আদেশ দেয় শিক্ষাবোর্ড।