১১ আগস্ট ২০২৩, ২০:৪৫
একাদশ শ্রেণির টিসি বা বিটিসি, ভর্তি বাতিল, গ্রুপ পরিবর্তনের সময় বেড়েছে
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ২০২২–২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়, গ্রুপ পরিবর্তন, টিসি বা বিটিসি, শিফট, ভার্সন, ছবি পরিবর্তন, ভর্তি বাতিলের কার্যক্রম বাড়ানো হয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার থেকে আগামী ৩০ আগস্ট পর্যন্ত অনলাইনে এ কার্যক্রম চলবে। অনলাইনে এ কার্যক্রমের জন্য শিক্ষার্থীকে শিক্ষাবোর্ডের কারও সঙ্গে যোগাযোগের প্রয়োজন নেই।
ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসিতে ৭০০ টাকা, ভর্তি বাতিলে ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তবে শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলে শিক্ষার্থীদের কোনো ফি দিতে হবে না।