১৬ জুলাই ২০২৩, ১৭:৩৮

এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসি পরীক্ষার্থী  © ফাইল ফটো

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আজ রোববার পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণের সময় ছিলো। কিন্তু সে সময় আগামী মঙ্গলবার (১৮ জুলাই) পর্যন্ত বাড়ানো হয়েছে।

রবিবার (জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশে বলা হয়েছে, বিলম্ব ফি ছাড়া এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় ১৮ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। সোনালি সেবার মাধ্যমে ফি জমা দেয়া যাবে ১৯ জুলাই পর্যন্ত। আর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২০ থেকে ২৫ জুলাই পর্যন্ত বাড়ানো হলো। ফি পরিশোধের সময় ২৬ জুলাই পর্যন্ত পুণনির্ধারণ করা হলো। এসময়ের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান ফরম পূরণের কাজ করবে। প্রতিষ্ঠান প্রধান বিষয়টি নিশ্চিত করবেন।