এইচএসসিতে ভর্তির দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ আজ
উচ্চ মাধ্যমিকে ভর্তির দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশ করা হবে আজ বৃহস্পতিবার। নির্বাচিতদের মোবাইলে এসএমএস পাঠানো হবে। ২য় পর্যায়ের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে ২২ থেকে ২৩ জুনের মধ্যে। নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের সিলেকশন ও আবেদন বাতিল বলে গণ্য হবে।
এর আগে ১ম পর্যায়ের নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয় ১০ জুন। প্রথম দফায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জন ভর্তির জন্য নির্বাচিত হয়। আবেদনকারীদের ৯৪ শতাংশকে কলেজে ভর্তির জন্য মনোনয়ন দেয়া হয়। তৃতীয় ধাপে ২৫ জুন প্রকাশ করা হবে।
শিক্ষার্থীদের ফল ভর্তির আবেদনের সময় দেওয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ক্ষুদে বার্তায় একটি গোপনীয় পিন নম্বর দেয়া হবে। এই পিন নম্বরটি পরবর্তী ভর্তি নিশ্চয়নের জন্য সংরক্ষণ করতে হবে। শিক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সন, রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ভর্তির ওয়েবসাইট (www.xiclassadmission.gov.bd) থেকে বিস্তারিত ফল পাওয়া যাবে। এ ছাড়াও শিক্ষার্থীরা তাদের আবেদনকৃত কলেজের নোটিশ বোর্ডে ফল দেখতে পারবে।
বোর্ড কর্মকর্তারা জানান, দ্বিতীয় মেধার ফল প্রকাশ করা হবে ২১ জুন এবং পরের দিন অর্থাৎ ২২ ও ২৩ জুন ভর্তির নিশ্চয়ন ও আবেদন বাতিল করা হবে। ২৪ জুন তৃতীয় পর্যায়ে আবেদন শুরু এবং পরের দিন ২৫ জুন দ্বিতীয় মেধার মাইগ্রেশনের ফল ও তৃতীয় মেধা তালিকার ফল প্রকাশ করা হবে।
তৃতীয় মেধার শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে ২৬ জুন। তিন পর্যায়ের মনোনীত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলবে ২৭ থেকে ৩০ জুন পর্যন্ত। আর ক্লাস শুরু ১ জুলাই থেকে। তবে বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত।
চলতি বছর বিভাগীয় এবং জেলা সদরের কলেজে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষা ১০০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে। মেধার ভিত্তিতে ভর্তির পরে যদি বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত কোন আবেদনকারী থাকে, তাহলে মোট আসনের অতিরিক্ত হিসেবে ভর্তি করানো হবে।