১০৯ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি
এবারের পরীক্ষায় এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশের এক হাজার ৫৭৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। গত বছর ২ হাজার ২৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছিল। গতবারের তুলনায় শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬৯২টি। অন্যদিকে, ১০৯ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি। গতবার এ সংখ্যা ছিল ৯৩টি। গতবারের তুলনায় শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ১৬টি বেড়েছে।
৬ মে, রোববার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষায় ফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। এ বছর সারা দেশে মোট ২৮ হাজার ৫৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে, গতবছর এ সংখ্যা ছিল ২৮ হাজার ৩৫৯টি। এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ১৯৯টি।
ফল বিশ্লেষণে দেখা যায়, এবার ঢাকা বোর্ডে ১৮৪টি, রাজশাহী বোর্ডে ২০৬টি, কুমিল্লা বোর্ডের ৭৪টি, দিনাজপুর বোর্ডের ৮৪টি, সিলেট বোর্ডের ২৩টি, যশোর বোর্ডের ৭৩টি, বরিশাল বোর্ডের ৫০টি এবং চট্টগ্রাম বোর্ডের ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
অন্যদিকে, মাদরাসা বোর্ডের ৭৫৭টি এবং কারিগরি বোর্ডের ৯৬টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এর আগে ২০১৭ সালে ২ হাজার ২৬৬টি; ২০১৬ সালে ৪ হাজার ৭৩৪টি; ২০১৫ সালে ৫ হাজার ৯৫টি এবং ২০১৪ সালে ৬ হাজার ২১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করে।
এবার মোট ১০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। এবার দিনাজপুর বোর্ডে ৫টি, ঢাকা ও বরিশাল বোর্ডে তিনটি করে এবং রাজশাহী ও যশোর বোর্ডে একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছে। তবে কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনো শিক্ষার্থী পাস করেনি- এমন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এবার নেই।
অন্যদিকে, মাদ্রাসা বোর্ডের ৯৬টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এবার ফেল করেছে। তবে কারিগরি বোর্ডে এরকম কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এর আগে ২০১৭ সালে ৯৩টি; ২০১৬ সালে ৫৩টি; ২০১৫ সালে ৪৭টি এবং ২০১৪ সালে ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল।