এইচএসসি’র পুনর্নিরীক্ষার ফল ১০ মার্চ
২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষার ফল আগামী ১০ মার্চ প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ডগুলো থেকে পুনর্নিরীক্ষার কাজ শেষ হলে কেন্দ্রীয়ভাবে এই ফল প্রকাশ করা হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
তিনি বলেন, ফল পুনর্নিরীক্ষার কাজ চলমান রয়েছে। বোর্ডগুলো খাতা পুনর্নিরীক্ষা করে ফল আমাদের কাছে পাঠানোর পর কেন্দ্রীয়ভাবে এটি প্রকাশ করা হবে। আগামী ১০ মার্চ পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হবে।
কতজন শিক্ষার্থী ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি আরও জানান, এই মুহূর্তে এই তথ্য আমার কাছে নেই। আগামীকাল (সোমবার) অফিস সময়ে ফোন করলে তথ্য দিতে পারবেন বলেও জানান তিনি।
এর আগে ৯ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হয়। ১৫ ফেব্রুয়ারি এ আবেদনের সময়সীমা শেষ হয়। আর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয় গত ৮ ফেব্রুয়ারি।