শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক জরিপে তথ্য এন্ট্রি শুরু
শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক জরিপ শুরু করেছে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। এই জরিপে প্রাথমিকোত্তর সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, ইংলিশ মিডিয়াম স্কুল, বিশ্ববিদ্যালয় প্রধানদের তথ্য এন্ট্রির নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রবিবার থেকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট অঞ্চলের ২১ জেলার তথ্য এন্ট্রি শুরু হয়েছে।
রবিবার (১৬ অক্টোবর) ব্যানবেইসের ওয়েবসাইটে এ জরিপে তথ্য এন্ট্রির নির্দেশিকা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নির্দেশিকা অনুসারে তথ্য ব্যানবেইসের সার্ভারে এন্ট্রি দিতে হবে প্রতিষ্ঠান প্রধানদের।
জানা গেছে, আগামী ২০ অক্টোবর পর্যন্ত ঢাকা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ২১টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য এন্ট্রির সুযোগ পাবে। আগামী ২১ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত কুমিল্লা, চট্টগ্রাম ও খুলনা অঞ্চলের ২১টি জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর তথ্য এন্ট্রি করা যাবে। আর ২৬ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজশাহী, রংপুর ও বরিশাল অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তথ্য এন্ট্রির সুযোগ দেয়া হবে।
আরও পড়ুন: ব্যানবেইসের নতুন মহাপরিচালক হাবিবুর রহমান
ব্যানবেইস জানিয়েছে, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, শিক্ষা ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের গুরুত্ব অপরিসীম। শিক্ষা সংশ্লিষ্ট পরিকল্পনা প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থাপকদের চাহিদা অনুযায়ী নির্ভুল তথ্য সরবরাহ নিশ্চিত করা এনডিজি-৪ বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন প্রস্তুতসহ শিক্ষা ক্ষেত্রে সঠিক পরিকল্পনা প্রণয়নের জন্য নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যের প্রয়োজন।
এ লক্ষ্যে প্রতিবছর দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনলাইন সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ব্যানবেইস প্রয়োজনীয় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ব্যানবেইসের সার্ভারে অন্তর্ভুক্ত না হলে সঠিক সময়ে বাংলাদেশে এডুকেশন স্ট্যাটিস্টিকস প্রকাশসহ অন্যান্য প্রতিবেদন প্রস্তুত করতে বিলম্ব হয় এবং মন্ত্রণালয়সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় সময়মত তথ্য দেয়া করা যায় না, যা মোটেও কাম্য নয়।
তাই নির্ধারিত তারিখের মধ্যে প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য অনলাইন সফটওয়্যার ব্যবহার করে ব্যানবেইসের সার্ভারে প্রেরণ নিশ্চিত করার জন্য প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হয়েছে।
ব্যানবেইস আরও জানিয়েছে, প্রতিষ্ঠানে অনলাইন সুবিধা না থাকলে নিকটস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল শিক্ষা ভবনে অবস্থিত উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনের সাইবার সেন্টার থেকে তথ্য পাঠাতে পারবেন প্রতিষ্ঠান প্রধানরা।