শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির সিদ্ধান্ত বৃহস্পতিবার
করোনাভাইরাসের কারণে দীর্ঘ পাঁচ মাস ধরে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে। এখন এই ছুটি আরও বাড়বে কিনা সে বিষয়ে জানার আগ্রহ রয়েছে সবার।
তবে ভাইরাস নিয়ন্ত্রণে না আসায় গোটা সেপ্টেম্বর মাস শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি থাকবে বলে সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকদের সঙ্গে আলাপ করে এই তথ্য মিলেছে। বৃহস্পতিবারের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে সংশ্লিষ্টরা আভাস দিয়েছেন।
এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আসেনি। সেপ্টেম্বর মাসেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হবে না বলে মনে হচ্ছে। দুই মন্ত্রণালয়ে আলোচনা শেষে বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।।
আর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি সংক্রান্ত নির্দেশনা এখনও পাইনি আমরা। তবে দু-একদিনের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত হবে বলে তিনি জানান।
অবশ্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিসহ সরকারের উচ্চপর্যায় থেকে ইতোমধ্যে জানানো হয়েছে, সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পরিবেশ এখনও তৈরি হয়নি। ফলে ছুটি আরও একমাস বৃদ্ধি নিশ্চিত বলেই সংশ্লিষ্টরা মনে করছেন।