বাজেটে বরাদ্দ নেই, তবুও যোগ্য প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে যেভাবে
প্রস্তাবিত আগামী অর্থবছরের বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। শুধু মামলাসহ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় প্রায় ৩৩ কোটি টাকা এ খাতে বরাদ্দ রাখা হয়েছে। তবে বরাদ্দ না থাকলেও যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার চিন্তা সরকারের পরিকল্পনায় আছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জানা গেছে, নতুন অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৩ হাজার ১১৭ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন খাতের জন্য ২১ হাজার ২৫২ কোটি টাকা। আর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ আট হাজার ৩৪৪ কোটি টাকা। এর মধ্যে অনুন্নয়ন খাতে বরাদ্দ রয়েছে ছয় হাজার ৩৬৮ কোটি টাকা। সাধারণত এই অনুন্নয়ন খাত থেকেই এমপিও’র অর্থ সংস্থান করা হয়।
জানা গেছে, দেশে এমপিওবিহীন শিক্ষাপ্রতিষ্ঠান আছে অন্তত সাড়ে সাত হাজার। এসব প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীর সংখ্যা লক্ষাধিক। কিন্তু নতুন বাজেটে বরাদ্দ না থাকায় হতাশা ও উদ্বেগ প্রকাশ করেছেন তারা। সেজন্য অধিবেশনের শেষে বাজেট অনুমোদনের সময় ই খাতে অর্থ বরাদ্দের দাবি করেছেন সংশ্লিষ্টরা।
স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু বলেন, বাজেটে না থাকলেও অনুমোদনকালে এমপিওভুক্তির জন্য বরাদ্দ থাকবে বলে আমরা আশা করছি। তবে আমাদের বড় দাবি, মুজিববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করা। এই অধিবেশনেই সে ঘোষণা আসবে প্রত্যাশা রাখি।
এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রতি বছরই এমপিওভুক্ত করার লক্ষ্যে নীতিমালা সংশোধন কার্যক্রম চলছে। নীতিমালার আলোকেই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে যোগ্য তালিকা করা হবে। এমপিওভুক্তির সিদ্ধান্ত হলে দুই মন্ত্রণালয়ের আলোচনার মাধ্যমে বাজেটে বরাদ্দ না থাকলেও বিশেষ বিবেচনায় অর্থ সংস্থান হয়ে থাকে।
এমপিও নীতিমালা সংশোধন কমিটির সদস্য এবং নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, নীতিমালা নিয়ে সর্বশেষ সভাটি গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে। কমিটি পর্যায়ে কাজ শেষ। এখন শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আরেকটি সভায় নীতিমালাটি চূড়ান্ত হওয়ার কথা। নীতিমালার কয়েকটি ধারার সঙ্গে দ্বিমত আছে বলেও জানান তিনি।
এদিকে এমপিওভুক্তির জন্য বরাদ্দ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদেরকে বলেছেন, ‘ যোগ্য প্রতিষ্ঠান প্রতি বছর এমপিওভুক্ত করা হবে। কথা দিলে কথা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা সবাই জানেন। যোগ্য প্রতিষ্ঠান এমপিওভুক্ত করব আমরা।’
আর গত বৃহস্পতিবার বাজেট প্রস্তাবের পর সংসদে দেওয়া নিজের বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তকরণ নিয়মিত প্রক্রিয়া। এজন্য মানদণ্ড ঠিক করা আছে। প্রতি বছরই এর ভিত্তিতে এমপিওভুক্ত করা হবে।