রেকর্ড ছাড়িয়ে গেল ৪১তম বিসিএস আবেদন

  © ফাইল ফটো

৪১ তম বিসিএসে আবেদনের শেষ সময় ছিল আজ শনিবার। সন্ধ্যা ৬টায় আবেদনের সময় শেষ হয়। সন্ধ্যা ছয়টা পর্যন্ত মোট ৪ লাখ ৭৫ হাজার ২৬২ প্রার্থীর আবেদনপত্র জমা পড়েছে। এর আগে ৪০ তম বিসিএসে রেকর্ডসংখ্যক ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেছিলেন। ফলে ৪০তম বিসিএস এর আবেদনের রেকর্ড ছাড়িয়েছে ৪১তম বিসিএস।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক নেছার উদ্দিন। তিনি বলেন, ৪১তম বিসিএসের জন্য ৪ লাখ ৭৫ হাজার ২৬২ আবেদন জমা পড়েছে। এখন পর্যন্ত ৩ লাখ ৭৪ হাজর ৮১৬ জন প্রার্থী ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করেছেন। ফি দেওয়ার অপেক্ষায় আছেন নিবন্ধন করা আরও ১ লাখ ৪’শ ৪৬ প্রার্থী । আবেদন গ্রহণের সময় শেষ হওয়ার পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়া যাবে।

পিএসসি সূত্র জানায়, ২০১৮ সালে ৪০ তম বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ওই বছর ৪ লাখ ১২ হাজার প্রার্থী আবেদন করেন। সেটাই ছিল বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি আবেদনের রেকর্ড। এবার ওই সংখ্যা ছাড়িয়ে গেল।

প্রসঙ্গত, গত বছরের ২৭ নভেম্বর ৪১ তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী এবার সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এই ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১০ জন নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ