বই উৎসবের জন্য প্রস্তুত শিক্ষা পরিবার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:১৬ AM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৩ AM
কদিন বাদেই শুরু হবে নতুন বছর, নতুন শিক্ষাবর্ষ। প্রতিবারের মতো এবারও বছরের শুরুর দিনেই সারা দেশে উৎসব করে প্রাথমিক থেকে শুরু করে মাধ্যমিক স্তরের প্রায় ৪ কোটি শিক্ষার্থীর হাতে বিনা মূল্যের নতুন বই তুলে দেওয়া হবে। ছাপা বিলম্বে গত কয়েক বছর নির্দিষ্ট সময়ের মধ্যে উপজেলা পর্যােয়ে বই পোঁছাতে বেগ পেত হতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে। এবার সে চিত্র ভিন্ন। প্রায় এক মাস আগেই ছাপা হয়ে গেছে বিনামূল্যের ৩৫ কোটি বই। পৌঁছে গেছে তা উপজেলা শিক্ষা কর্মকর্তাদের হাতে। এখন বই উৎসবের জন্য প্রস্তুত গোটা শিক্ষা পরিবার।
মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূল বইয়ের শতভাগই তারা বুঝে পেয়েছেন। কোথাও কোথাও সহপাঠ, বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার- এ ধরনের দু'একটি বই বাকি আছে। সেগুলোও আগামী দু'একদিনের মধ্যে পৌঁছে যাবে।
এনসিটিবি সূত্রে জানা যায়, আগামী শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক স্তরের ৩২ লাখ ৭২ হাজার ১৮৬ জন কোমলমতি ছাত্রছাত্রীর জন্য ৬৬ লাখ ৭৫ হাজার ২৭৬ কপি বই ৬টি লটে ছাপানো হয়েছে। প্রাথমিক স্তরের (প্রথম থেকে পঞ্চম শ্রেণি) দুই কোটি ৪ লাখ ৪১ হাজার ৫৯৫ ছাত্রছাত্রী হাতে পাবে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০ কপি বই। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৯৭ হাজার ৫৭২ জন শিশুর জন্য প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য পাঁচটি ভাষায় রচিত ২ লাখ ৩০ হাজার ১০৩ কপি বই ছাপানো হয়েছে। ইবতেদায়ি (মাদ্রাসার প্রাথমিক) স্তরের ৩২ লাখ ৬৯ হাজার ৭১৫ জন শিশুর জন্য দুই কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫ কপি বই ছাপানো হয়। এর সঙ্গে সারাদেশের দৃষ্টিপ্রতিবন্ধী ৭৫০ জন শিক্ষার্থীর জন্য ছাপানো হয় ৯ হাজার ৫০৪টি বই। মাধ্যমিক স্তরে মোট ছাপা হয়েছে ২৪ কোটি ৭৭ লাখ ৪২ হাজার ১৭৯ কপি বই। এর বাইরে কারিগরি স্তরের জন্য ১৬ লাখ ৩ হাজার ৪১১ কপি বই, এসএসসি ভোকেশনাল এর জন্য ২৭ লাখ ৬ হাজার ২৮ কপি বই এবং দাখিল ভোকেশনাল স্তরের জন্য ১ লাখ ৬৭ হাজার ৯৬৫ কপি বই ছাপানো হয়েছে।
৯৬ শতাংশই গত ১৩ নভেম্বরের মধ্যে সারাদেশে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানান এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম। তিনি বলেন, 'দুটি বড় মুদ্রণ প্রতিষ্ঠানের কাছে প্রক্রিয়াধীন কিছু বই ছিল। সর্বশেষ ১১ ডিসেম্বর ১১ লাখ বই নিয়ে ১১টি ট্রাক ঢাকা থেকে ছেড়ে গেছে। সব বই-ই এখন উপজেলাগুলোতে পৌঁছে গেছে।' তিনি জানান, দুটি স্থানে পাঠ্যবইবাহী ট্রাক সড়ক দুর্ঘটনায় পড়ায় এক লাখ ৫ হাজার বই নষ্ট হয়েছিল। সেগুলোও পুনরায় ছেপে যথাস্থানে পৌঁছে দেওয়া হয়েছে।
২০১০ শিক্ষাবর্ষ থেকে সরকার ধারাবাহিক সাফল্য হিসেবে নতুন বছরের শুরুতেই সারাদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে আসছে। চলতি ২০১৯ সাল পর্যন্ত মোট ২৯৬ কোটি সাত লাখ ৮৯ হাজার ১৭২ কপি বই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রতি বছর সরকারের বিশাল এই কর্মযজ্ঞ বাস্তবায়ন করছে; যা সারাবিশ্বে নজরকাড়া সুনাম বয়ে এনেছে।