শিক্ষামন্ত্রীর স্বামী আইসিইউতে, শনিবারের সব কর্মসূচি স্থগিত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী আইনজীবী তৌফিক নেওয়াজ গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে আছেন। তিনি সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টিবোর্ড সদস্য।

বৃহস্পতিবার (১৮ জুলাই) রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দুপুর দেড়টায় তাকে দেখতে গিয়েছিলেন। তিনি সবার কাছে তাঁর সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শিক্ষামন্ত্রীর শনিবারের সকল কর্মসূচি অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। 

তার দ্রুত রোগ মুক্তি কামনায় চাঁদপুরের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মসজিদে মসজিদে বাদ জুম্মা মিলাদ ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের নেতারা এই সদা হাস্যজ্জল সরল প্রকৃতির মানুষটির দ্রুত রোগমুক্তিসহ সুস্থতা কামনা করেছেন। তিনি যেন পুনরায় সবার মাঝে সুস্থ হয়ে ফিরে এসে দেশ সেবায় নিয়োজিত হতে পারেন। 

বাংলাদেশ সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট তৌফীক নাওয়াজ আন্তর্জাতিক একটি ল’ফার্মের প্রধান। তিনি উপমহাদেশের দু’ হাজার বছরের ঐতিহ্য মন্ডিত ধ্রুপদী সঙ্গীতের উৎস হিসেবে পরিচিত ‘আলাপ’ এর একজন শিল্পী। তাঁদের রয়েছে দু’সন্তান। পুত্র তওকীর রাশাদ নাওয়াজ ও কন্যা তানি দীপাভলী নাওয়াজ।


সর্বশেষ সংবাদ