২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৬
গুচ্ছ ভর্তি পরীক্ষা, উপাচার্যদের নিয়ে ইউজিসির বৈঠক শুরু
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের নিয়ে বৈঠকে বসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এ বৈঠক শুরু হয়। এতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ নিয়ে আলোচনার বিষয়টি এজেন্ডাভুক্ত রয়েছে।
সভায় পাবলিক বিশ্বিবদ্যালয়ের দায়িত্বে থাকা ইউজিসির সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খান, সচিব ড. মো. ফখরুল ইসলামসহ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা উপস্থিত রয়েছেন।
জানা গেছে, সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়েও আলোচনার এজেন্ডা রয়েছে। তবে এতে ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ নিয়ে আলোচনা হলেও চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম। সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কমিটি গঠন হতে পারে। এ কমিটি সভা করে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করবে।