‘শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক নয়’—প্রশাসনের কড়া বার্তা
শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণসহ কড়া বার্তা দিয়েছে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভায় মাদকের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। আজ রবিবার (২২ জুন) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যক্ষ ছালেহ আহমাদ স্বাক্ষরিত নোটিশে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে মাদ্রাসা প্রধানদের অনুরোধ হলো।
আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে আসছে নীতিমালা
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ‘আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভার কার্যবিবরণীর ৫.৯ নং ক্রমিকের (ঙ), (চ), এবং ৫.১০ (চ) ক্রমিকের আলোচ্যসূচির আলোকে নিম্নরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে- শিক্ষা প্রতিষ্ঠানের আশে পাশে মাদক বিক্রয় ও ব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে; নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে; মাদক সেবনকারীদের মধ্যে মাদকের কুফল সংক্রান্ত প্রচার-প্রচারণা বৃদ্ধি করতে হবে; জনমানুষকে সম্পৃক্ত করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত পরিচালনা কমিটির কার্যক্রম গতিশীল ও দৃশ্যমান করতে হবে; জুম্মার বয়ানে মাদকের কুফল সম্পর্কে বক্তব্য প্রদান নিশ্চিত করতে হবে; সামাজিক গণমাধ্যমে হিযবুত তাহরীর ন্যারোটিভস প্রচারণাগুলিকে একাডেমিক্যালি অনুসরণ করে তাদের অপপ্রচারের বিষয়ে বিজ্ঞজনদের নিয়ে কোরআনের আয়াত ও হাদিসগুলির সঠিক ব্যাখ্যা তুলে ধরে মাদ্রাসা, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ওয়াজ, জুম্মার খুতবায় লাগাতার প্রচার করার পাশাপাশি সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করে সঠিক তথ্যভিত্তিক কাউন্টারন্যারোটিভ্স কার্যক্রম পরিচালনা করতে হবে।
বোর্ডের আওতাধীন মাদ্রাসা প্রধান, পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় উপরোক্ত সিদ্ধান্ত বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।